রাসুল সাঃ এর জীবনী
আমাদের এই ব্লগ টি রাসুল সাঃ এর জীবনী নিয়ে আলোচনা করা হবে যদি কোন ভুল ক্রটি থাকে ধরিয়ে দিবেন। রাসুল সাঃ এর জীবনী রাসুল সাঃ এর জন্মের পূর্বে আরবের অবস্থা সামাজিক অবস্থাঃ রাসুল (সাঃ) এর আগমনের পূর্বে আরবের সামাজিক অবস্থা ছিল অত্যান্ত শোচনীয়।বিভিন্ন পাপাচার, ব্যভিচার, অনাচার, দুর্নীতি, কুসংস্কারে সমাজ কুলষিত হয়ে পড়ছিল।গোত্রভিত্তিক সমাজ ব্যাবস্থা আরব জাতিকে দুটি ভাগে বিভক্ত করে রেখেছিল।কিন্তু মরুভাসী বেদুইন এবং শহরবাসী আরবদের জীবন যাত্রা প্রনালি ছিল একই সূত্রে গাথা।কেননা উভয় শ্রেনীর আচার অনুষ্ঠান ও নিয়মনিতী প্রায় একই ছিল।যেমনঃ- মদ-জুয়া,নারিদের প্রতি অত্যাচার ,জীবিত কন্য সন্তানদের কবর দেয়া ছিল প্রচলিত কাজ।তখনকার সমাজে যে বিষয় গুলো ছড়িয়ে পড়ছিল তাহলোঃ * বংশভিত্তিক সমাজব্যবস্থাঃ তখনকার আরব বংশভিত্তিক সমাজব্যবস্থাকে গুরুত্ব দিত।বংশের মর্যাদা তাদের কাছে সবার আগে ছিল।কোন প্রকার সমস্যা হলে বংশের সবাই মিলে সমাধান করতে এগিয়ে আসত। * আভিজাত্য ও অহংকারঃ তখনকার নেতৃস্থানীয় লোকেরা সমাজ কে বিভিন্ন ভাগে ভাগ করে দেয় কেউ নিম্নশ্রেনীর আবার কেউ উচু শ্রেনীর।গরীব অসাহয় লোকদের প্রতি তাদ...